skip to Main Content

বুলেটিন

নিবৃত্ত নেকেড প্যালেট

সৌন্দর্যবিশ্বের বেস্ট সেলিং তালিকার শীর্ষস্থানীয় আইশ্যাডো প্যালেট- আরবান ডিকের দ্য নেকেড। ২০১০ এ বাজারে আসার পর বিক্রি হয়েছে এর ত্রিশ মিলিয়নের বেশি পিস। তুলে নিয়েছে প্রায় আট লাখ পাউন্ড। নেকেড অরিজিনাল প্যালেটের জনপ্রিয়তা দেখে পরবর্তী সময়ে ব্র্যান্ডটি বাজারে নিয়ে আসে নেকেড ২, নেকেড ৩ আর নেকেড হিট নামের প্যালেটগুলো। জনপ্রিয়তায় কোনোটাই পেছনে ছিল না। কিন্তু সম্প্রতি আরবান ডিকের একটি ঘোষণা ভেঙে দিয়েছে নেকেডপ্রেমীদের মন। বন্ধ করে দেওয়া হয়েছে প্যালেটটির উৎপাদন। তবে সুখবরও আছে। স্টক আউট হয়ে যাওয়া পর্যন্ত স্বাভাবিক দামের থেকেও সাশ্রয়ী মূল্যে কিনে নেওয়া যাবে প্যালেটটি। মাত্র ৩৯.৫০ পাউন্ডে। মজার ব্যাপার হচ্ছে, নেকেড প্যালেটটি বন্ধ হয়ে যাওয়া উপলক্ষে আয়োজন করা হয় শেষকৃত্যের। এই অনুষ্ঠানে অংশ নেন কেনডি জনসন, ক্রিস্টিন ডমিনিক, কেটি ডিগ্রুট, শেয়লা মিচেল আর ক্রিসপির মতো সৌন্দর্যবিশ্বের শীর্ষস্থানীয় প্রভাবকেরা। ছিলেন আমেরিকান তারকা নিকোল রিচিও।

সাজে স্ন্যাপসকারা

একদম সাদামাটা থেকে স্টেটমেন্ট- সাজ যেমনই হোক, মাসকারার এক পরতেই জীবন্ত হয়ে ওঠে চোখ জোড়া। যোগ হয় অনন্য মাত্রা। সাজ পায় পরিপূর্ণতা। কিন্তু এই তুষ্টি অসন্তোষে পরিণত হয় যখন মাসকারা তোলার সময় হয়। আইল্যাশের পরতে পরতে থাকা মাসকারার প্রলেপ পুরোদস্তুর পরিষ্কার করে ফেলা কিন্তু সহজ কাজ নয়। কিছু মাসকারা এতটাই পিগমেন্টেড হয় যে তা পরিষ্কারের ধকলে রীতিমতো জ্বালাপোড়া শুরু হয় চোখে। হয়ে ওঠে রক্তবর্ণ। এই সমস্যা সমাধানের কাজটি করেছে বিউটি ব্র্যান্ড মেবলিন। তারা বাজারে আনতে যাচ্ছে অভিনব এক মাসকারা। যা নিমেষেই তুলে ফেলা যাবে আইল্যাশ থেকে। ‘স্ন্যাপসকারা’ নামের এ মাসকারা তৈরি হবে ওয়াক্স ফ্রি ফর্মুলায়। ফলে শুধু উষ্ণ পানি দিয়েই পরিষ্কার হবে মাসকারার পুরোটা। ভলিউমনাইজিং এ মাসকারাগুলো দেবে ঘন আইল্যাশের নিশ্চয়তা। মিলবে পার্পল, ব্লু, বেরি আর কালো- চারটি রঙে। আসছে নভেম্বর থেকে মেবলিনের অনলাইন পোর্টালে পাওয়া যাবে স্ন্যাপসকারা। তবে বাজারে আসতে সময় নেবে আগামী বছরের জানুয়ারি অব্দি।

মেনজ মেকআপ লাইন

ছেলেদের জন্য মেকআপ! যত বাতচিত হোক, এ নিয়ে কাজ চলছে বিউটি ব্র্যান্ডগুলোর ডেরায়। চলছে নানান নিরীক্ষা। টম ফোর্ড আর ক্লিনিক ব্র্যান্ডগুলোর পরপরই আরেক বিউটি জায়ান্ট বাজারে আনতে যাচ্ছে ছেলেদের মেকআপ প্রডাক্ট। শ্যানেল বাজারে আনছে ‘বয় দ্য শ্যানেল’ নামের ছেলেদের নতুন মেকআপ লাইন। আগামী বছরেই তিনটি পণ্য থাকবে কালেকশনে- একটি স্বচ্ছ টিন্টেড ফাউন্ডেশন, ব্রাও পেন্সিল আর ম্যাট লিপ বাম। এসপিএফ ২৫ যুক্ত ফাউন্ডেশনটি মিলবে চারটি ভিন্ন শেডে। ব্রাও পেন্সিলেরও থাকবে চারটি শেড। তবে লিপবাম থাকবে রঙবিহীন। আসছে বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ায় প্রথম লঞ্চ করা হবে এ লাইন। পরবর্তীকালে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে বিশ্ববাজারে বিকোবে বিউটি প্রডাক্টগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top