skip to Main Content

হরাইজন

বুলগারি স্প্লেনদিদা তিউবারুস মিস্টিক

গত বছরের মাঝামাঝি পারফিউমটি বাজারে এলে, সুগন্ধিপ্রেমীদের মাঝে বেশ সাড়া পড়ে যায়। কেননা এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান বুলগারি ঘোষণা দেয়, শীতের মৌসুমে যদি কেউ রোমান্টিক মেজাজে থাকতে চায়, তাদের জন্য উপযোগী এই স্প্লেনদিদা তিউবারুস মিস্টিক। এতেই অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় এর লিমিটেড এডিশন। জনপ্রিয়তার কথা মাথায় রেখে বুলগারি বাজারে আনতে যাচ্ছে এর দ্বিতীয় সংস্করণ। পাশাপাশি প্রতিষ্ঠানটি ক্রেতাদের সামনে তুলে ধরছে পারফিউমটির প্রস্তুত প্রণালি। কালো কিশমিশ, দেভানা গাছ, ভ্যানিলা ও গন্ধরসের মিশ্রিত ঘ্রাণে রয়েছে ধোঁয়াটে আবেশ এবং আসক্তি সৃষ্টির বৈশিষ্ট্য। যা দীর্ঘস্থায়ী এ ঘ্রাণ মাতিয়ে রাখার জন্য যথেষ্ট। পরিমাণ অনুযায়ী বিলাসী এ সুগন্ধির দাম ৭৫ থেকে ১৬০ ডলার।

সাবমার্সিবল মাইক হর্ন এডিশন

ইতালির খ্যাতনামা ঘড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যানেরাই এবং এক্সপ্লোরার মাইক হর্ন যৌথভাবে তৈরি করেছে সাবমার্সিবল মাইক হর্ন এডিশন ওয়াচ। এর বিশেষত্ব হচ্ছে মিঠা বা লোনাপানির তলদেশে এটি দীর্ঘ সময় চলতে সক্ষম। এবং ঘড়িটির সব উপাদান তৈরি হয়েছে রিসাইকেল উপকরণ দিয়ে। যেমন কেস তৈরি হয়েছে ইকো টাইটানিয়াম দিয়ে, যা একটি রিসাইকেল ধাতু। এতে ব্যবহৃত রাবারের স্ট্র্যাপটিও রিসাইকেল করা। নির্মাতা প্রতিষ্ঠান প্যানেরাই এ মডেলের মাত্র ১৯টি ঘড়ি তৈরি করেছে। যারা এই লিমিটেড এডিশন ঘড়ির মালিক হবেন, তাদের জন্য থাকছে বিশেষ অ্যাডভেঞ্চারের সুযোগ। আর তা হচ্ছে মাইক হর্নের সঙ্গে সুমেরুতে প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ। সাবমার্সিবল মাইক হর্ন এডিশনের প্রতিটি ঘড়ির দাম প্রায় ৪০ লাখ টাকা।

বৃহত্তম হীরার গয়না

ফরাসি ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতোঁর গয়নায় এবার যুক্ত হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা। হীরা অনুসন্ধান কোম্পানি লুকারা ডায়মন্ড করপোরেশন বতসোয়ানায় তাদের খনিতে গত বছর ১ হাজার ৭৫৮ ক্যারেটের সোয়েলো হীরাটির সন্ধান পায়। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, খনি থেকে এটি পাওয়ার পর অ্যান্টওয়ার্প হীরা প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান এইচবির কাছে হস্তান্তর করে। এবং লুই ভিতোঁ সেটি কিনতে আগ্রহ প্রকাশ করে। এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির সঙ্গে তাদের চুক্তি হয়। সে অনুযায়ী হীরাটিকে পালিশ করা হবে। তবে পালিশের পর মূল্য কত হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।
এর আগে ২০১৫ সালে লুকারা ১ হাজার ১০৯ ক্যারেটের একটি লেসেদি লা রোনা হীরা পায়। সেটি ছিল সে সময়ের দ্বিতীয় বৃহত্তম হীরা। এটি বিক্রি হয়েছিল ৫ কোটি ৩০ লাখ ডলারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top