skip to Main Content

ইনফোগ্রাফ I বুড্ড’স হ্যান্ড

 বিকট দর্শন ফল; দেখতে মানুষের আঙুলের মতো
 সাইট্রাস বা লেবুবর্গের অন্তর্ভুক্ত
 হালকা রসাল; তবে বীজ নেই
 স্বাদ মিষ্টি ও তেতোর মিশ্রণ
 চীন ও ভারতের নাতিশীতোষ্ণ অঞ্চলে ফলে; উত্তর আমেরিকার পশ্চিম উপকূলীয় অঞ্চলেও, তবে সীমিত পরিসরে
 ফল ও বল্কল—উভয় অংশেরই রয়েছে ঔষধি গুণ
 দারুণ সুগন্ধি; তাই মূলত চীন ও জাপানে অন্দরমহল এবং জামাকাপড়ের মতো ব্যক্তিগত বস্তুতে ব্যবহারের চল রয়েছে
 মিষ্টান্ন, মসলাদার খাবার ও বিভিন্ন কড়া পানীয়তেও ব্যবহার্য
 অ্যান্টি-ইনফ্ল্যামেটরি সমৃদ্ধ বলে হাজার বছর ধরে ব্যথা নিরাময়ে এই ফলের ব্যবহার ঘটে আসছে; আঘাত ও অস্ত্রোপচারজনিত যন্ত্রণা কমাতে এবং ক্ষতস্থান দ্রুত সারিয়ে তুলতে সহায়ক
 শ্বাসকষ্ট লাঘবে উপকারী; বিশেষত সর্দি, শ্লেষ্মা ও কাশি নিরাময়ের ক্ষেত্রে ফলটি খাওয়ার চেয়ে বরং চিনিমিশ্রিত পানিতে ভিজিয়ে শ্বাস নিলে অধিক ও দ্রুত কার্যকরী
 পেটের পীড়া, ডায়রিয়া, পেটব্যথা, পেট ফোলা কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো গ্যাস্ট্রোইনটেস্টাইনাল বা পরিপাকনালিকেন্দ্রিক রোগবালাই নিরাময়ে উপযুক্ত ওষুধ হিসেবেও গণ্য
 এই ফলে থাকা একটি নির্দিষ্ট পলিস্যাকারাইড মানবদেহে রোগ প্রতিরোধক্ষমতা দ্রুত বৃদ্ধিতে কাজে দেয়
 বুড্ড’স হ্যান্ড থেকে নিঃসৃত বিশেষ উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে, বিশেষত কমাতে সহায়ক
 দীর্ঘকাল ধরে ঔষধি ফল হিসেবে বেশ সুনাম ও ব্যবহার থাকলেও কিছু কিছু বিষয় এখনো চিকিৎসাবিজ্ঞানের সূত্রে প্রমাণিত নয়; তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বা পথ্য হিসেবে গ্রহণ না করাই শ্রেয়, বিশেষত যাদের লো প্রেশার রয়েছে

পুষ্টিগুণ [এক কাপ বা ৯৬ গ্রাম পরিমাণ]
 ক্যালরি: ৪৮
 কার্বস: ১৬ গ্রাম [প্রাত্যহিক চাহিদার ৬%]  ডায়েটারি ফাইবার: ১৬ গ্রাম [প্রাত্যহিক চাহিদার ৫৭%]  ভিটামিন সি: ১২৫ মিলিগ্রাম [প্রাত্যহিক চাহিদার ১৩৯%]  ক্যালসিয়াম: ১৬০ মিলিগ্রাম [প্রাত্যহিক চাহিদার ১২%]

 ফুড ডেস্ক
ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top