skip to Main Content

বেসিক ব্রা কেয়ার

❙ বিশেষজ্ঞদের পরামর্শ পাঁচ থেকে সাতবার পরার পর ব্রা ধুয়ে নিতে হবে। হালকা হাতে, খুব টানা হেঁচড়া বা ঘষা মাজা করে নয়। হালকা সাবান আর ঠান্ডা পানিই যথেষ্ট।
❙ অন্তত তিনটি ব্রা থাকা চাই সংগ্রহে। এতে করে একটা ধুতে দিলে অন্যটা পরে নেওয়া যাবে আর শেষটা পাবে রেস্ট। এ রকম রোটেশন ফর্মুলায় ব্রার ইলাস্টিকগুলোও ভালো থাকবে দীর্ঘ সময়।
❙ ব্রা শুকানোর জন্য ঝুলিয়ে রাখতে হবে অথবা নির্দিষ্ট স্থানে রেখে দিতে হবে। ড্রায়ারে শুকাতে দিতে এর ইলাস্টিকগুলো নষ্ট হয়ে যেতে পারে, এমনকি কাপগুলোও।
❙ অর্ধেক ভাঁজ করে ব্রা রাখবেন না। এতে এর স্বাভাবিক শেইপ নষ্ট হয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top