হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) বাজারে এনেছে নতুন, প্রিমিয়াম স্পোর্টস ১৫০সিসি মোটরসাইকেল সিবিআর ১৫০ আর এবং ১২৫ সিসি ক্যাটাগরির নতুন দুটি মোটরসাইকেল। স্থানীয়ভাবে তৈরি মডেল সিবি শাইন এসপি। অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) সংবলিত সিবিআর ১৫০ আর নিশ্চিত করছে লক প্রতিরোধী আরও স্থিতিশীল ব্রেকিং। এ ছাড়া এতে আছে পিজিএম-এফআই প্রযুক্তি সংবলিত ডিওএইচসি ৬-স্পিড ইঞ্জিন। অন্যদিকে সিবি শাইন এসপিতে রয়েছে ফাইভ-স্পিড গিয়ার-বক্স। ফলে এই মোটরসাইকেল অধিক গতিতেও দেয় নির্বিঘ্ন রাইড। হোন্ডা ইকো টেকনোলজি (এইচইটি) ইঞ্জিন সমৃদ্ধ এই মোটরসাইকেল নিশ্চিত করছে ১০.৩ পিএস পাওয়ার আর ৬৫ কিমি প্রতি লিটার মাইলেজের চমৎকার ভারসাম্য।
Related Projects
‘আমি দেশি মানুষ দেশি ব্র্যান্ডই ব্যবহার করি’
- May 18, 2018
বর্তমান সময়ের বহুল জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।