skip to Main Content
উদ্দীপনে সিমুলেশন ল্যাব

যুক্তরাজ্য, ইউরোপ ও কমনওয়েলথ বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী উন্নয়নে সম্প্রতি ঢাকায় একটি বিশেষায়িত সিমুলেশন ল্যাব চালু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর প্রোগ্রামড অ্যাকশনস (উদ্দীপন)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান অতিথি হিসেবে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে উদ্দীপন সিমুলেশন ও হাইটেক ল্যাব উদ্বোধন করেন ব্রিটিশ এমপি ও শ্যাডো মিনিস্টার স্যাম ট্যারি। এ সময় উদ্দীপনের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান এবং উদ্দীপন বোর্ডের সদস্য ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা নাজির আলমসহ সংগঠনের অন্যান্য বোর্ড ও ব্যবস্থাপনা টিমের সদস্যরা উপস্থিত ছিলেন ।

সিমুলেশন ও হাইটেক ল্যাব সম্পর্কে আশাবাদী উদ্দীপন চেয়ারম্যান বলেন, ‘এই সুবিধা যুক্তরাজ্যের বাজারের প্রেক্ষাপটে বাংলাদেশি শ্রমিকদের দক্ষতার ঘাটতি পূরণ করবে।’

উদ্দীপনের নতুন প্রশিক্ষণ ল্যাবটি ইউরোপের বহু দেশের প্রয়োজন অনুযায়ী দক্ষ কর্মী উন্নয়নে ‘সেতুবন্ধন’ হিসেবে কাজ করবে বলে মনে করেন বোর্ডের সদস্য এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা নাজির আলম। তিনি আরও বলেন, ‘মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশে প্রথমবারের মতো ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর), সিমুলেটেড রিয়েলি(এসআর) ব্যবহারে আন্তর্জাতিক মানদন্ডে প্রশিক্ষণ দেওয়া হবে। যেটি দেশীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিও সনদ অনুযায়ীই প্রশিক্ষণের পাশাপাশি ও হসপিটলিটি এবং নির্মাণ খাতে দক্ষ কর্মী চাহিদা পূরণ করবে।’

ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এবং অন্যান্য দেশে বাংলাদেশি নার্স ও কেয়ারগিভারদের বিপুল চাহিদা রয়েছে। ব্রেক্সিট-পরবর্তী চাহিদা মেটাতে হসপিটলিটি এবং নির্মাণ খাতে আরও দক্ষ কর্মীর প্রয়োজন বলে ধারণা উদ্দীপন কর্তৃপক্ষের।

ব্রিটিশ এমপি স্যাম টেরি বলেন, ‘উদ্দীপনের সর্বাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা আমার জন্য অনেক সম্মানের এবং এটি ব্রেক্সিট-পরবর্তী সময়ে এনএইচএস এবং অন্যান্য মানদন্ড অনুযায়ী কর্মীচাহিদা মেটাতে ভূমিকা রাখবে বলে আশা করি।’

  • ফুয়াদ/ ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top