skip to Main Content

ফ্যাশন টক ২০২০

গুড টু গ্রেট একাডেমি ফ্যাশন ও টেক্সটাইল ইন্ডাস্ট্রির ওপর ফোকাস করে সম্প্রতি ‘ফ্যাশন টক ২০২০’ নামে একটি লাইভ ওয়েবিনার সিরিজ চালু করেছে। সিরিজটির নলেজ পার্টনার ক্যানভাস ম্যাগাজিন।
সিরিজটির তৃতীয় সেশনে আলোচনার বিষয় ছিল ‘ফ্যাশন ফটোগ্রাফি’। যেকোনো ফ্যাশন ব্র্যান্ডের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। এর মাধ্যমে কোনো ব্র্যান্ড সরাসরি ক্রেতার সঙ্গে যোগাযোগ স্থাপন করে। এবারের সেশনে প্রধান আলোচক ছিলেন আশীষ চাওলা। বিশেষ অতিথি ছিলেন ফ্যাশন স্টাইলিস্ট আজরা মাহমুদ। তারা ফটোগ্রাফির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আশীষ চাওলা নয়াদিল্লির একজন বিজ্ঞাপন এবং ফ্যাশন ফটোগ্রাফার। তিনি ভারতের প্রখ্যাত অভিনেতা, শীর্ষ ব্র্যান্ড এবং ফ্যাশন ম্যাগাজিনগুলোর সঙ্গে কাজ করেছেন। ভিজ্যুয়াল মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে কাজের অভিজ্ঞতার পাশাপাশি তিনি পড়াশোনা করেছেন ফাইন আর্ট নিয়ে। তার কাজে ব্যাপকভাবে পিকটোরিয়ালিজমের প্রভাব দেখা যায়। এটি তার ফটোগ্রাফিকে স্বাতন্ত্র্য দিয়েছে। তিনি ভিন্নভাবে কাজ করতে পছন্দ করেন, যা নির্দিষ্ট ব্র্যান্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সবচেয়ে উল্লেখযোগ্য হলো প্রতিটি কাজের আগে তিনি এবং তার টিম, ছোট আকারে হলেও সেটির বিষয়ে কিছু রিসার্চ করে নেন। তার মতে, এ কারণেই তারা কাজের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হন।
ফ্যাশন নির্দিষ্ট একটি সময় বা যুগের সংস্কৃতি, সমাজ ও জাতীয়তার পরিচয় বহন করে। ফটোগ্রাফি এগুলোর একটি ভিজ্যুয়াল ডকুমেন্টারি। এটি ফ্যাশনকে যেভাবে তুলে ধরে, অন্য কোনো মাধ্যম তা পারে না বলেই ফ্যাশন ফটোগ্রাফি হিসেবে গুরুত্ব এত বেশি।
একটি ব্র্যান্ডকে সঠিকভাবে তুলে ধরতে একজন স্টাইলিস্ট ফটোগ্রাফারের মতোই প্রয়োজনীয় ভূমিকা পালন করেন। আজরা মাহমুদ দীর্ঘ সময় ধরে স্টাইলিস্ট, কোরিওগ্রাফার, এমসি হিসেবে ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ক্লায়েন্ট এবং ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। একজন কোরিওগ্রাফার ও স্টাইলিস্টের কাজ ফ্যাশন ব্র্যান্ড এবং ফটোগ্রাফারের মধ্যে সমন্বয় তৈরি করা। কেননা তাদের পোশাক, ডিজাইন, ট্রেন্ড- সবকিছু সম্পর্কে জানতে ও বুঝতে হয়। আন্তর্জাতিক পরিম-লে কোরিওগ্রাফার ও স্টাইলিস্টের কাজ আরও ব্যাপক। ফটোশুট এবং ফ্যাশন শোর পাশাপাশি সেলিব্রিটিদের সাজপোশাক নিয়েও কাজ করেন তারা।
একজন সত্যিকারের ফ্যাশন ফটোগ্রাফার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে তাকে জরুরি কিছু বিষয় আয়ত্ত করতে হবে। প্রথমত ছবির ভাষা বুঝতে পারা। দ্বিতীয়ত পোশাক, ডিজাইন, মডেল, সেট, পারিপার্শ্বিকতা- এসবের মধ্যে সমন্বয়ের বোধ ও চর্চা থাকা চাই। তৃতীয়ত চলতি এবং আসন্ন ট্রেন্ড সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। পাশাপাশি নিজের দেশ ও বাইরের সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে যোগাযোগও দরকার।
টেক্সটাইল এবং হস্তশিল্পের নিজস্ব ঐতিহ্যের কারণে দক্ষিণ এশিয়ার ফ্যাশন শিল্পে বাংলাদেশের অবস্থান দৃঢ়। এমনকি ফ্যাশন ইন্ডাস্ট্রির পেশাদার কর্মীরাও অনেক দূর এগিয়েছেন। এ জন্য অবশ্য তাদের বেশ পরিশ্রম করতে হয়েছে। এই আলোচনায় আশীষ চাওলা তুলে ধরেছেন কীভাবে প্রতিটি কাজ তাকে নতুন নতুন অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে।
আলোচকেরা এখনকার বাস্তবতা তুলে ধরেন। করোনাভাইরাসের এই সময়ে ডিজিটাল ফটোশুট, ভার্চ্যুয়াল ফ্যাশন শো এবং এক্সিবিশনগুলো কীভাবে জায়গা দখল করে নিয়েছে, সে সম্পর্কে আলোচনা করেন তারা। আশীষ চাওলা এই পরিস্থিতি থেকে ফটোগ্রাফারসহ সবাইকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান। কেননা প্রেক্ষাপট যেকোনো সময় বদলে যেতে পারে। পাশাপাশি ফটোগ্রাফি-সম্পর্কিত বেশ কয়েকটি বিষয়ে তিনি আলোচনা করেন। যেমন তার মতে মেকআপ, লাইট, লোকেশন ছাড়াও একজন ফটোগ্রাফারকে বিশেষভাবে নজর দিতে হবে মডেলের অভিব্যক্তি, দেহভাষার ওপর। এমনকি যতক্ষণ যথাযথ শট না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত কাজ করে যাওয়া উচিত।
এই সেশনে যোগ দেন ক্যানভাস ম্যাগাজিনের এক্সিকিউটিভ এডিটর নুজহাত খান। তিনি তার কাজের কিছু অভিজ্ঞতা প্রকাশ করেন। দেশের ফ্যাশন ব্র্যান্ডগুলো ফটোগ্রাফি নিয়ে কীভাবে কাজ করে, সে সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেন। এমনকি নতুন ব্র্যান্ডগুলোর পরিচিতি তৈরিতে ক্যানভাসের অবদানের প্রসঙ্গেও তিনি কথা বলেন।
সবশেষে আশীষ চাওলা কিছু অপ্রচলিত কাজ তুলে ধরেন। ছবিগুলো ফ্যাশন ফটোগ্রাফিতে তার আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়েছে।

Fashion Talk 2020

Good to Great Academy, along with Canvas as the knowledge partner, has launched a series of LIVE webinars, focusing on the fashion & textile industry.

Fashion photography is the most important media through which a brand communicates. In this session, the multifaceted photographer, Ashish Chawla and the fashion stylist, Azra Mahmood dissect the craft and discuss various aspects of the market.

Ashish Chawla is a well known advertising and fashion photographer from New Delhi, India who has worked with the top actors, the top brands and the top fashion magazines from all over the world. Having studied fine arts and experiencing different fields of visual media, his work is heavily influenced by pictorialism, which is the basic cause of the invention of photography itself.
He enjoys what he creates, according to the requirements of the brand, through the collaboration with the assigned team members and the entire crew. That is how he has managed to achieve two of the most important criteria, flexibility and adaptation into his work.
Fashion has always defined the culture, society, nationality of a certain period of time or an era and photography is a visual documentary of it all. No other form of visual representation could portray fashion as well as photography does.

A stylist plays as important a role as the photographer, in an assignment. Azra Mahmood has worked in the industry for a long period of time to be well associated as the top stylist, choreographer, MC who has worked with the topmost clients and brands in the industry. A fashion stylist has defined the work of a fashion photographer over a long period if time. Along with the knowledge of the garment, the concept, the mood board and the trend, a stylist brings the palette in order. Not only on regular photo shoots and fashion shows but a fashion stylist also works personally with celebrities in Bangladesh.

As an aspiring fashion photographer, in order to understand the craft, one should always look out for opportunities to collaborate with stylists, designers, especially the upcoming ones and not just the established contemporary lot and even with regular people in order to experience and learn and build a network for themselves.

With its heritage of textiles and handicrafts, Bangladesh is one of the global leaders in South Asian fashion industry. The professionals of the fashion industry have come a long way; Mr. Chawla shares how he has experienced innovation every time he has worked here.

Having COVID change the scenario drastically, digital photo shoots and virtual shows and exhibitions are trending at this point. Mr. Chawla emphasizes on a few key elements a good photographer should be careful about. Apart from the make-up, lighting and all of that, the photographer should focus on the expression and body language of the model and keep pushing the shot until the perfect capture is caught. In order to develop that sense of achievement, Mr. Chawla says that it’s very important to keep practicing your craft.

Ms. Nuzhat Khan, the executive editor of Canvas magazine, joins the session and shares some work ethics the company follows in order to have established their stand in the fashion
industry. They believe in healthy collaborations and inclusiveness that help the brands grow. Canvas has also helped promote the upcoming brands in order to establish their market.
The purpose of Good to Great Academy is to create a platform for the fashion entrepreneurs, designers, and any fashion retail professionals to learn from global professionals.

Ashish Chawla also shares his unconventional way of work which consists of the amount of dedication and integrity he follows his passion with. He emphasizes on how humility, patience and perseverance are crucial in order to flourish in this field.

Azra Mahmood suggests any aspiring stylist on comprehending the brand he/ she works with. Understanding the target market and their brand story would help one visualize what would work.
As a choreographer, it’s important to understand the message each designer wants to convey through their clothes, so that it helps amalgamate one element of the show with another. As a mc, it’s basically the same. Therefore it’s important to know your craft well, keep learning and keep yourself updated in order to stay relevant.
In case of dealing with clients, having the ability to make your client or your audience believe in your vision and striking a balance is very important in this field of work.

Write up : Akhila Shaha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top