skip to Main Content
fashion-5.9.20

সবজি দিয়ে নকশা

পোশাক রাঙিয়ে তোলা সম্ভব। ঘরে বসেই। পছন্দসই সবজিও হতে পারে এর অনুষঙ্গ।

উপকরণ:
১. আলু/ ঢেঁড়স/লেবু
২. ছুরি
৩. ফ্যাব্রিক পেইন্ট
৪. পছন্দসই কাপড় বা পোশাক

প্রক্রিয়া
 আলু, ঢেঁড়স বা লেবু – সবজি যেটাই হোক, প্রথমে অর্ধেক করে কেটে নিতে হবে। আলু নিলে ছুরি দিয়ে তা পছন্দসই ডিজাইনে কার্ভ করে নিন। ঢেঁড়স আর লেবুর ক্ষেত্রে তা প্রয়োজন নেই।
 এবার রুচি সম্মত ফ্যাব্রিক পেইন্টে সবজির কাটা অংশটা ডুবিয়ে নিতে হবে।
 পোশাকে বা কাপড়ে সবজির রঙ মাখানো অংশটা চেপে রাখতে হবে, ব্লক প্রিন্টিংয়ের মতো করে। একটু পর উঠিয়ে নিন। তৈরি হয়ে যাবে প্রিন্টেড পোশাক।
 পছন্দমতো ডিজাইন তৈরির জন্য বারবার একই প্রক্রিয়ায় সবজি দিয়ে ব্লক করে নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top