skip to Main Content

পোর্টফোলিও I পাপাচার

পুণ্যের মতো পাপও মানুষের জীবনে সহাবস্থান করে। তবে সাতটি মহাপাপ মোটামুটি সর্বজনবিদিত। লালসা [লাস্ট], পেটুকবৃত্তি [গ্লাটনি], লোভ [গ্রিড], আলস্য [স্লথ], ক্রোধ [র‌্যাথ], ঈর্ষা [এনভি] ও বড়াই [প্রাইড]। এর যেকোনোটাই মুহূর্তে নিয়ে যেতে পারে রসাতলে!

মেকওভার: পারসোনা
কনসেপ্ট ও আইডিয়েশন: নুজহাত খান

ক্রোধ

ক্রোধ হলো মানুষের এমন এক সুতীব্র আবেগ, যেটি চূড়ান্ত রকমের রাগের বহিঃপ্রকাশ। আমেরিকান দার্শনিক এরিক হফার [১৯০২-১৯৮৩] বলে গেছেন, ‘আশা ও স্বপ্ন যখন পথ হারায়, তখন ভিতুর মতো দরজা, জানালা বন্ধ করে ততক্ষণ চুপচাপ শুয়ে থাকা ভালো, যতক্ষণ না ক্রোধ কমে আসছে।’ অন্যদিকে, প্রাচীন গ্রিক নাট্যকার ইউরিপিডিসের [খ্রিস্টপূর্ব ৪৮০-৪০৬] ভাষ্য, ‘মরণশীল মানুষের জীবনে সবচেয়ে বড় আঘাত এনে দেয় ক্রোধ।’
মডেল: মারিয়াম
ওয়্যারড্রোব: ক্যানভাস
ছবি: হাদী উদ্দীন

ঈর্ষা

লোভ ও লালসার মতোই অতৃপ্ত কামনার ফসল ঈর্ষা। অন্যের সাফল্য, অন্যের কোনো কিছু ভালো চোখে না দেখে, সেটি নিজের আয়ত্তে পাওয়ার কামনা। আমেরিকান কৌতুক রচয়িতা জশ বিলিংস [১৮১৮-১৮৮৫] বলে গেছেন, ‘ভালোবাসাকে দেখতে হয় টেলিস্কোপ দিয়ে, আর ঈর্ষাকে দেখতে লাগে মাইক্রোস্কোপ।’

মডেল: আরনিরা
ওয়্যারড্রোব: মুক্তা
ছবি: জিয়া উদ্দীন

লালসা

কোনো কিছু সুতীব্রভাবে পাওয়ার কামনা মানুষের মনে জন্ম দেয় লালসার। আমেরিকান ধর্মযাজক ও শিক্ষাবিদ ডগলাস হর্টন [১৮৯১-১৯৬৮] বলে গেছেন, ‘আমাদের চিন্তাভাবনায় লালসা যত বেশি জায়গা করে নেবে, আমরা সত্যিকারের রোমান্টিক ভালোবাসা পাওয়ার সম্ভাবনা ততটাই হারাতে থাকব।’

মডেল: মাহালেকা
ওয়্যারড্রোব: মুক্তা
ছবি: জিয়া উদ্দীন

আলস্য

এ শুধু শারীরিক নয়, মানসিক ও আধ্যাত্মিক ব্যাপারও। আলস্য একজন ব্যক্তিমানুষকে কুরে কুরে খায়। ভারতীয় রাজনীতিক রাজীব গান্ধী [১৯৪৪-১৯৮৯] বলে গেছেন, ‘প্রজন্ম থেকে প্রজন্মের অবিরাম অবদানে গড়ে উঠেছে মানবসভ্যতা। আলস্য মানবসভ্যতাকে মেরে ফেলে। তাই এই অবক্ষয় সম্পর্কে আমাদের সচেতন থাকা দরকার।’

মডেল: আনসা
ওয়্যারড্রোব: মুক্তা
ছবি: জিয়া উদ্দীন

পেটুকবৃত্তি

যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি, কারণে-অকারণে গোগ্রাসে খাবার গেলার নাম পেটুকবৃত্তি। গ্রিক দার্শনিক অ্যাপোলোনিয়াস অব তায়ানা [খ্রিস্টাব্দ ১৫-৯৭] বলে গেছেন, ‘যেসব উৎসব পেটুকবৃত্তি বাড়িয়ে তোলে, সেগুলো নানান রোগবালাইকেও জানায় আহ্বান।’

মডেল: আরনিরা
ওয়্যারড্রোব: মুক্তা
ছবি: জিয়া উদ্দীন

লোভ

লোভ বস্তুত মানুষের ভেতর থেকে সুপ্ত মনুষ্যত্বকে মেরে ফেলে। বাংলায় প্রবাদ আছে, ‘লোভে পাপ, পাপে মৃত্যু।’ অন্যদিকে, ভারতীয় শান্তিবাদী নেতা মহাত্মা গান্ধী [১৮৬৯-১৯৪৮] বলে গেছেন, ‘মানুষের প্রয়োজন মেটানোর মতো পর্যাপ্ত রসদ পৃথিবীতে ঠিকই আছে, কিন্তু লোভ মেটানোর মতো নেই।’

মডেল: মাহালেকা
ওয়্যারড্রোব: ক্যানভাস
ছবি: জিয়া উদ্দীন

বড়াই

সকল মহাপাপের মধ্যে সবচেয়ে বড় পাপ হিসেবে গণ্য করা হয় একে। কেননা, বড়াই শুধু অন্যদের অবমাননা করে না, ডেকে আনে নিজের মারাত্মক বিনাশও। আমেরিকান ধর্মযাজক ও কবি টমাস মার্টন [১৯১৫-১৯৬৮] বলে গেছেন, ‘বড়াই আমাদের মেকি মানুষে পরিণত করে; অন্যদিকে, বাস্তবতা আমাদের বানিয়ে তোলে সত্যিকারের মানুষ।’

মডেল: আনসা
ওয়্যারড্রোব: মুক্তা
ছবি: জিয়া উদ্দীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top