skip to Main Content

হরাইজন

গুচির ক্রুজ শো

ইতালিয়ান লাক্সারি লেবেল গুচি তাদের ক্রুজ কালেকশন ২০২৪ শোকেস করেছে গত ১৬ মে। কোরিয়ান হেরিটেজের সঙ্গে মডার্ন ফ্যাশনের ব্লেন্ড দেখা গেছে এবারের আয়োজনে। স্ট্রিট ও স্পোর্টসওয়্যার পরে রানওয়েতে হেঁটেছেন মডেলরা। তাদের হাতে দেখা গেছে স্কেটবোর্ড শেইপড ব্যাগ। নি স্লিট ওয়াইড লেগ ট্রাউজারে দেখা গেছে তাদের। কোটের সঙ্গে বেল্টের সংগত। লুজ হ্যাঙ্গ টি-শার্টও ছিল। গুচি ক্রুজ মূলত লাক্সারি কালেকশন। ইয়ট অথবা ক্রুজে শীতের মাসগুলোতে ঘুরে বেড়ানোর জন্য উপযোগী এই সিরিজের পোশাকগুলো।

জর্জিও আরমানির কতুর শো

ইতালিয়ান ডিজাইনার জর্জিও আরমানির ওত্ কতুর লাইন আরমানি প্রাইভ তাদের নতুন কালেকশন প্রকাশের ঘোষণা দিয়েছে। আগামী ২ সেপ্টেম্বর এ কালেকশনের পর্দা উঠবে। ভ্যানু বেছে নেওয়া হয়েছে ভ্যানিশন আর্সেনাল। জনপ্রিয় এই ফ্যাশন ব্র্যান্ডের বিজ্ঞপ্তিতে জানা যায়, কতুর শোর আগে একটি পার্টি হোস্ট হবে এই আয়োজনে। ‘সেলিব্রেট সিনেমা অ্যান্ড টু পে ট্রিবিউট টু দ্য সিটি দ্যাট মোস্ট সিম্বলাইজ ইট’। মূল আকর্ষণ কতুর শোর শিরোনাম ‘ওয়ান নাইট অনলি’। ব্র্যান্ডটির বরাতে আরও জানা যায়, তারকাবহুল হবে এই আয়োজন। ‘এ-লিস্ট’ তারকারা এতে উপস্থিত থাকবেন।

ডিজাইন মিউজিয়ামে ‘দ্য অফবিট শাড়ি’

লন্ডন ডিজাইন মিউজিয়ামে ১৯ মে শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে কনটেম্পরারি শাড়ি এক্সিবিশন। শাড়ির এই উৎসব কিউরেট করেছেন মিউজিয়ামের প্রধান কিউরেটর প্রিয়া কাঞ্চানদানি। তিনি বলেন, এই আয়োজনে ফাইনেস্ট শাড়িগুলো ডিজাইনার, শাড়ি পরিধানকারী আর ক্র্যাফটস পিপলের হাত ধরে একই ছাদের নিচে আসবে। বিভিন্নভাবে ড্রেপিংয়ের মাধ্যমে নান্দনিক সৌন্দর্য দর্শকদের সামনে নিয়ে আসার চেষ্টা থাকবে এখানে। তিনি আরও বলেন, শাড়ি পরার চিরায়ত ব্যাকরণে বেশ কয়েক বছর ধরে পরিবর্তনের ঢেউ লেগেছে। শাড়ি গাউন, প্রি ড্রেপড শাড়ি দেখা যাচ্ছে। ম্যাটেরিয়ালেও হয়েছে আধুনিকায়ন। সুতা থেকে স্টিলে পৌঁছে গেছে। এই কঠিন উপাদান ব্যবহারে শাড়ি তৈরি অনুপ্রেরণা দিয়েছে। প্রদর্শনীর পাশাপাশি একই সঙ্গে শাড়ি ড্রেপিং বিষয়ে ওয়ার্কশপ ও আলোচনা সভা হবে।
 ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top