skip to Main Content
দৃশ্যশিল্পে অজ্ঞাতনামা

রাজধানীর লালমাটিয়ার ৯/৪, ব্লক-ডি’তে অবস্থিত আর্ট গ্যালারি ‘কলাকেন্দ্র’-এ চলছে ব্যতিক্রমধর্মী দৃশ্যশিল্প প্রদশর্নী ‘অজ্ঞাতনামা’র তৃতীয় আসরের আয়োজন।

প্রদর্শনীটির প্রসঙ্গে প্রকাশিত পোস্টারে আয়োজকদের ভাষ্য, “আমরা কীভাবে শিল্পকর্ম মূল্যায়ন করব? আমরা যখন শিল্পকর্ম দেখি, উপভোগ করি, বিচার করি এবং সংগ্রহ করি তখন কি শিল্পের মাধ্যম, আকার, বিক্রয় মূল্য কিংবা শিল্পীর নাম বা স্বাক্ষর ভূমিকা পালন করে? শিল্পী ও শিল্প সম্পর্কে কোনো তথ্য না থাকলে কি মূল্যায়ন পরিবর্তন হয়? অনেক শিল্পী বিশ্বাস করেন, শিল্পের বাজার শিল্পীদের খ্যাতি, নাম বা স্বাক্ষর দ্বারা পক্ষপাতদুষ্ট। প্রকৃত পক্ষে এটি অনেক ক্ষেত্রেও সত্য, যখন সংগ্রাহক একটি শিল্পকর্মের স্বাক্ষর দেখে প্রশংসা বা মূল্যায়ন করেন। এইসব প্রশ্ন মাথায় রেখে তৃতীয়বারের মতো কলাকেন্দ্র ‘অজ্ঞাতনামা-৩’ শিরোনামে, প্রদর্শনী শিল্প প্রকল্পের আয়োজন করছে। যেখানে সমস্ত শিল্পকর্ম শিল্পীর নাম এবং স্বাক্ষর ছাড়াই উপস্থাপন করা হবে। শিল্পীদের বেনামীকরণ এবং অভিন্ন বিক্রয় মূল্য নিরপেক্ষভাবে দেখার, বিচার এবং শিল্প সংগ্রহের জন্য একটি নতুন সম্ভাবনা বা অবস্থান তৈরি করবে।”

আরও বলা হয়, ‘এই প্রকল্পের মূল ধারণা হলো, শিল্পী বা শিল্পের শ্রেণিবিন্যাস হ্রাস করা। অংশগ্রহণকারী শিল্পীদের স্বতন্ত্র কাজগুলোকে যৌথ শিল্পকর্মের অংশ হিসেবে একটি একক ধারণাগত শিল্প প্রকল্পে পরিণত করা।’

ছবি: কামরুল হাসান মিথুন

বাংলাদেশ ও ভারতের ১০৪ জন শিল্পীর ২০৮টি শিল্পকর্ম নিয়ে ৭ জুলাই ২০২৩, বিকাল চারটায় উদ্বোধন হয় এই প্রদর্শনীর। চলবে ২৪ জুলাই পর্যন্ত। প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।

  • ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top