skip to Main Content

এই বছর জুলাই মাসে পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত হতে যাওয়া “হাল্ট প্রাইজ ২০২৩”-এর গ্লোবাল সেমিফাইনালে নিজেদের জায়গা অর্জন করে নিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থী। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৯৪টি দলের মধ্যে সায়কা বিনতে ইসলাম, ইসরা তাসনীম, নাঈমা নাজমুল খান এবং জাহিন হককে নিয়ে গঠিত টিম আরইএনডাব্লিউআর “হাল্ট প্রাইজ ২০২৩”-এর বিজয়ী হওয়ার গৌরভ অর্জন করে।

বিশেষ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা “হাল্ট প্রাইজ” হলো তরুণ উদ্যোক্তাদের বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু সমস্যার উদ্ভাবনী সমাধান বিকাশের লক্ষ্য নিয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম। এই বছরের থিম ‘ফ্যাশন রিডিজাইন’ এর সাথে মিল রেখে  টিম “আরইএনডাব্লিউআর” ব্যবহৃত পোশাক আপসাইক্লিং এর উদ্ভাবনী সমাধান নিয়ে হাজির হয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিজয়ী হিসাবে নির্বাচিত হয়। গ্লোবাল সেমিফাইনালিস্ট টিম আরইএনডাব্লিউআর-এর অন্যতম স্পনসর আড়ং-এর সাব ব্র্যান্ড তাগা’র মূল লক্ষ্য বিজয়ী চারজনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে বিশ্ব মঞ্চে তাদের উদ্ভাবন প্রদর্শনের সুযোগ করে দেওয়া।

  • ফুয়াদ/ ক্যানভাস ডেস্ক

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top