এবারই প্রথম নয়। সৌন্দর্যবিশ্বে এর আগেও সরব দেখা গেছে লেডি গাগাকে। ২০১২ তে প্রথম পারফিউম লঞ্চ করেন তিনি। ম্যাকের সঙ্গে কোলাবরেশনেও গেছেন দুবার। তবে এবার তার পরিকল্পনা, একদম নিজস্ব বিউটি ব্র্যান্ড নিয়ে কাজ করবেন। সম্প্রতি তার কোম্পানি ‘এট মাই হার্ট ইনক’ গেল ফেব্রুয়ারিতে একটি ট্রেডমার্ক ফাইল করেছে। ‘হস বিউটি’ নামে এই কোম্পানি কসমেটিকস থেকে পারফিউম, কোলন এমনকি স্কিনকেয়ার প্রডাক্টও বাজারে আনার পরিকল্পনা করছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
Related Projects
হাইএন্ড মডেস্ট ফ্যাশন ব্র্যান্ড ইলাফ আল দুবাইয়ের আত্মপ্রকাশ
- February 25, 2024
মধ্যপ্রাচ্য ও বাংলাদেশের পোশাকসংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে যথাযথ মেলবন্ধন রচনার লক্ষ্য নিয়ে ঢাকার ফ্যাশনিস্তাদের চমকে দিতে এসেছে এই মডেস্ট ব্র্যান্ড