skip to Main Content
ঈদে দাওয়াতের পোশাক

আবহাওয়ার পূর্বাভাস বলছে ঈদের সময়ে মেঘ-বৃষ্টির দেখা পাব আমরা। আবার সঙ্গে ভ্যাপসা গরমও বড্ড জ্বলাচ্ছে। এমন সময়ে ঈদ পোশাক বেছে নিতে ফেব্রিক, কালার আর ডিজাইন তিন দিকেই নজর রাখলে আরাম খুঁজে পাবেন জামাতে।

ডিজাইনে বেসিক বেছে নিতে পারেন। অলংকরণের আধিক্য নয়, পরিশীলনে সুন্দরতা খুঁজে নেওয়া যেতে পারে। রঙের ক্ষেত্রে উজ্জ্বল শেডগুলোতে চোখ রাখতে পারেন।

আষাঢ় সময়ে সাদা শুভ্রতা শান্তি দেয়। ইনডোর ইনভাইটেশনে পরতে পারেন। নীলের শেডগুলোও মানায় এ সময়ে। আবার, লালও থাকতে পারে আপনার পরনে।

উৎসবে লালের উচ্ছলতা মন রাঙাবে। এর বাইরে মেরুন, রেড, ক্রিমসন রেড, পেস্ট, ব্ল্যাক, টারকুইস,নেভি,অরেঞ্জ, পিচ, আপ্রিকট, কোরাল পিঙ্ক, লাইট পিঙ্ক, অ্যাশ, অলিভ, গ্রিন,অ্যাকুয়া গ্রিন, ভায়োলেট, ল্যাভেন্ডার, ব্রাউন, হওয়াইট, অফ হোয়াইট, সিলভার,ইন্ডিগো, ম্যাজেন্টা,মাস্টার্ড ইয়েলো থাকতে পারে ঈদ ক্লজেটের দাওয়াত অংশে।

ছেলেরা এ সময়ে পাঞ্জাবির সঙ্গে পরতে পারেন কোটি। ক্যাজুয়াল শার্ট, পোলোও মানাবে। মেয়েদের জন্যে শাড়ি, মেয়েদের জন্য ট্র্যাডিশনাল ক্ল্যাসিক, রেট্রো, ফিউশন, এ লাইন, আংরাখা, কাট বেইসডসহ বৈচিত্রময় নানা প্যাটার্নের সালোয়ার কামিজ, ডাবল লেয়ারড সালোয়ার কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস্, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক, শ্রাগ, কাফটান, প্যান্টসহ টপস, টপস-স্কার্ট, টপস-পালাজো সেট, বিভিন্ন প্যাটার্নের প্যান্ট থাকতে পারে।

ছবি: কে-ক্র্যাফটের সৌজন্যে

দেশের ব্র্যান্ডগুলোতে বেশ বড় কালেকশন রয়েছে। ঘুরে দেখতে পারেন কে-ক্র্যাফট, আড়ং, অঞ্জন্স,ক্লাব হাউজ, লা-রিভসহ ট্র্যাডিশনাল ফ্যাশনের লেবেলগুলোতে।

  • সারাহ্/ অনলাইন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top