skip to Main Content
চট্টগ্রামে ব্লুচিজ

বাংলাদেশি ফ্যাশনের শীর্ষস্থানীয় ট্রেন্ডসেটার ব্র্যান্ড ব্লুচিজ বন্দরনগরী চট্টগ্রামে বহুল প্রত্যাশিত দ্বিতীয় আউটলেটের যাত্রা শুরু করেছে। একই সঙ্গে চালু হয়েছে ব্লুচিজের সাব-ব্রান্ড বেলওয়ারির চট্টগ্রাম কেন্দ্র। বেলওয়ারি দেশীয় ঐতিহ্যবাহী শিল্প জামদানি শাড়ি নিয়ে ফ্যাশন সচেতন মহলে ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২০২১ সাল থেকে যাত্রা শুরু করে ব্লুচিজ দেশি ডিজাইনের সঙ্গে গ্লোবাল ট্রেন্ডের মিশেলে আধুনিক ও রুচিশীল পোশাক উপহার দিয়ে ফ্যাশন সচেতনদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।

চট্টগ্রামের প্রাণকেন্দ্রে এই আউটলেট ওপেনিং উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ব্লুচিজের আয়োজনে ছিল আকর্ষণীয় কনটেস্ট এবং কেনাকাটায় ডিসকাউন্ট। আউটলেট উদ্বোধনের অন্যতম আকর্ষণীয় বিষয় ছিল ব্লুচিজের ঈদ কালেকশন, যা রয়েছে চট্টগ্রাম আউটলেট, ব্লুচিজের বনানী আউটলেট এবং ব্লুচিজের ওয়েবসাইটে।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান, সহ প্রতিষ্ঠাতা সিমিন জামান, প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদ আখতার। প্রধান অতিথি হিসেবে আয়োজনকে আরও মুখর করে তোলেন র‍্যাংকনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর শাহরিয়ার রিমন।

ড. কামরুজ্জামান বলেন, ‘বন্দরনগরী চট্টগ্রামে ব্লুচিজের আউটলেট শুরু করতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস চট্টগ্রামের ফ্যাশনপ্রেমীদের মাঝে ব্লুচিজ এক অনবদ্য নাম হয়ে উঠবে।’ সিমিন জামান বলেন, ‘ট্রেন্ডসেটিং ব্র্যান্ড ব্লুচিজকে ফ্যাশন সচেতন মহলে ট্রেন্ড আইকন হিসেবে দেখার প্রত্যাশা করছি।’

উদ্বোধন অনুষ্ঠানে ছিল চট্টগ্রামবাসীর উপচে পড়া ভিড়। ব্লুচিজের কালেকশন দেখে তারা আভিভূত।

ব্লুচিজের ঈদ সংগ্রহ দেখুন: https://blucheez.com.bd/collections/eid-collection-24

চট্টগ্রাম আউটলেট: ০০৫/২/১৮৭২, সিডিএ এভিনিউ, (ইন্ডিয়ান ভিসা সেন্টার বিল্ডিং),পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম। ফোন: +880 1322-902691।

বনানী আউটলেট: প্লট নং ৩৫, রোড ০৭, ব্লক জি, বনানী, ঢাকা।

ফেসবুক: https://facebook.com/blucheezbd
ওয়েবসাইট: https://blucheez.com.bd/
হটলাইন:+880 9639-333666।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: ব্লুচিজ-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top